কি সেবা কিভাবে পাবেন
নিয়মিত ইমাম প্রশিক্ষণ কার্যক্রম:
জাতীয় পত্রিকায় প্রশিণের জন্য ইমাম/মোয়াজ্জিন গণকে আবেদন করতে বিজ্ঞাপন প্রকাশ হয়।প্রকাশিত বিজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা কার্যালয়ে আবেদন পৌছাতে হয়। ইমাম/মোয়াজ্জিন গণের আবেদনের প্রেক্ষিতে যোগ্য লোক বাছাই করে প্রশিক্ষণের জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমীতে প্রেরণ করা হয়।
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট:
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রতি মাসে ১০.০০ হারে এককালীন এক বছরের চাঁদা পরিশোর করে সদস্য হওয়া যাবে। বছরের যে কোন সময় সদস্য
হওয়া যায়। উক্ত ট্রাষ্ট থেকে সদস্যদের মাঝে বিনা সুদে লোন এবং আর্থিক সাহায্য প্রদান করা হয়।
সরকারী ব্যবস্থাপনায় হ্জ্জযাত্রী সংগ্রহ:
পবিত্র হজ্জ মৌসুমে সরকারী ব্যবস্থাপনায় হজ্জেগমনেচ্ছুদের মাঝে হ্জ্জ ফরম বিতরণ ও পূরণে সহযোগিতা করা হয়। হ্জ্জ ফরম জেলা প্রশাসকের কার্যালয়,
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে।
বই বিক্রয় বিভাগ:
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের বই বিক্রয় বিভাগ থেকে ইফা: প্রকাশিত বই পুস্তক বিক্রয় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস